কুন্দগ্রাম কেন্দ্রিয় জামে মসজিদটি শত শত বছরের পুরনো তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ। এই মসজিদ টির পিছনে রয়েছে এক বিরল ইতিহাস যা আজ পয়্যন্ত কেহুই উৎঘাটন করতে পারেনি । তবে সবচেয়ে আসচর্জের বিষয় এই মসজিদটি কবে নির্মান হয়েছে তা কেহুই বলতে পারে না। তবে ইতিহাস হেকে পাওয়া যায় এখানে বাস করতো কন্ডু রাজা আর সেখান থেকেই এই এলাকার নাম করন হয় কুন্দগ্রাম। আর এই মসজিদটির পিছনে ছিল এক বিশাল রাজপ্রাসাদ যা এখন বিলুপ্ত হয়ে গেছে। আর আমাদের সবচেয়ে গৌরবের বিষয় এই রাজারই বংশধর মোহাম্মাদ আলী জিন্না এক সময় পুরা পূর্ব পাকিস্তান শাসন করেছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস